realme c75 ফোন মার্কেটে লঞ্চ করার সাথে সাথেই বিশাল একটি হাইপ সৃষ্টি হয়, এরই ধারাবাহিকতায় Realme launch হওয়া নতুন ফোন Realme c75। এই ফোনটি মার্কেটে আসার সাথে সাথে বিশাল একটি হাইপ সৃষ্টি করেছে.তার বিশেষ কয়েকটি কারণ আছে যেমন, এই ফোনটিতে রয়েছে IP69 এর মত ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুভ, 6000 mAh ব্যাটারি খুবই সুন্দর একটি ফোন। এ ফোন যদি আপনার হাতে থাকে তাহলে বৃষ্টির ছাতার প্রয়োজন নাই এবং বর্ষা সমন নৌকার ও প্রয়োজন নাই।
Design realme c75 ফোনটির ডিজাইন খুবই চমৎকার ফোনটি হাতে নিলে বিশাল একটি প্রিমিয়াম ফিল হয়| এবং মনে হয় দামী একটি ফোন হাতে নিয়ে আছেন। এই ফোনটি মোট দুইটি ডিজাইন লঞ্চ হয়েছে লাইট গোল্ড এবং ব্ল্যাক কালার।
Body realme c75 এই ফোনটার ওয়েট হিসেবে দেওয়া আছে ১৯৬ গ্রাম, এই ফোনটার ফিটনেস রয়েছে ৮ মিলিমিটার অনেকটাই স্লিম একটা ফোন। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এত কম ওজন এবং এত সুন্দর স্লিম ফোন আসলেই বিশাল ব্যাপার। এ ফোনটিতে আরো রয়েছে IP69 এর মত ওয়াটার এবং ডাস্ট প্রুভ দেওয়া রয়েছে। এটা আপনি পানির নিচে সর্বোচ্চ 1.5 m পর্যন্ত নিতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন।
Display realme c75 এই ফোনটিতে Display কিসের ব্যবহার করা হয়েছে 6.72” FUL HD+ IPS DISPLAY ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে ব্রাইটনেস হিসাবে ব্যবহার করা হয়েছে 690 NITS। এর ব্রাইটনেস কম হলেও ডে লাইট কন্ডিশনে কাজ চালিয়ে নেওয়া যায়। realme c75 এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90Hz এটা প্রপারলি ভালোভাবে কাজ করে। আই পি এস ডিসপ্লে হওয়ায় মোটামুটি ভালোভাবে কনটেন্ট দেখা যায়। Display প্রটেকশন হিসেবে আছে ARMOR SHELL GLASS যেটা বাজেট অনুযায়ী খুবই ভালো।
Software version এই ফোনটি রান করছে Android 14 দিয়ে এবং UI হিসেবে আছে Realme নিজস্ব UI Realme UI 5.0 যা অত্যন্ত স্মুথ ভাবে কাজ করে। যা আপনাদের ডেইলি কাজে সুন্দর এক্সপেরিয়েন্স দেবে।
Processor realme c75 এই ফোনটির chipset হিসাবে আছে MediaTek helio g92 Max। এই চিপসেট দিয়ে আপনি মোটামুটি মাল্টিমিডিয়া ইন্টারনেট ব্রাউজিং এবং হালকা পাতলা গেমিং করতে পারবেন। তবে এই চিপসেটি গেমিং এর জন্য না। তবে হালকা-পাতলা গেম খেলা যেতে পারে। realme c75 এ ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Octa-core 2.0 GHz যা খুবই দুর্দান্ত।
Ram realme c75 এই ফোনটি Ram হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB আপনার ফোন করবে সুপার-ডুপার ইসমত।
Storage realme c75 এই ফোনে Storage হিসেবে ব্যবহার করা হয়েছে 128/256 GB। এই Storage থাকার কারণে ফোনটি খুব স্মুথলি ভাবে ব্যবহার করা যাবে। এই ফোনটিতে এত বড় স্টোরেজ থাকার কারণে একাধিক ভিডিও ,অডিও ,ফটো সহ নানান ধরনের ফাইল ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার এক্সট্রা মেমোরি ব্যবহার করা লাগবে না।
Camera realme c75 এই ফোনটিতে ক্যামেরা এসব ব্যবহার করা হয়েছে 50MP, f/1.8 (wide), PDAF ক্যামেরা। realme c75 ফোনটিতে তিনটি ক্যামেরা দেওয়া থাকলেও একটি ক্যামেরা ব্যবহার করা যায় আর বাকিগুলো সফটওয়্যার মাধ্যমে কাজ করে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p@ 30fps পর্যন্ত। এর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই । selfie camera আছে 8MP, f/2.0 (wide) এর ছবি কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর।
Battery realme c75 এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 6000 mAh ব্যাটারি। এই ফোনের চার্জার হিসেবে দেওয়া আছে 45W যা খুবই দ্রুত সময় চার্জ হয়.কোম্পানি ক্লেম করছে ৪৫ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এই ব্যাটারিটি অনেক বড় হওয়ার কারণে আপনি অনায়াসে একদিন ব্যবহার করতে পারেন। realme c75 ফোনটি অতিরিক্ত ব্যবহার করার পরেও আশা করা যায় দিনশেষে একবারও চার্জ দেওয়া লাগবে না । এই ফোনটি যদি আপনি ক্রয় করেন তাহলে চার্জ নিয়ে কোন ব্যাক পোহাতে হবে না
realme c75 overview and highlight 2025
Here is the information about the Realme C75 organized into a column table:
Specification | Details |
---|---|
Launch Date | November 2024 |
Model Number | Unknown |
Dimensions | 165.7 x 76.2 x 8 mm |
Weight | 196 grams |
Display Type | IPS LCD |
Display Size | 6.72 inches |
Display Resolution | 1080 x 2400 pixels |
Display Protection | Unknown |
Processor | Mediatek Helio G92 Max |
Operating System | Android 14 |
CPU | Octa-core 2.0 GHz |
Rear Camera | 50 MP wide, unspecified |
Front Camera | 8 MP |
Video Recording | 1080p@30fps |
RAM and Storage Variants | 8GB/128GB, 8GB/256GB |
Expandable Storage | Up to microSDXC |
Battery | 6000mAh |
Charging | 45W fast charging |
SIM Type | Dual Nano-SIM |
Network Support | 2G/3G/4G |
Fingerprint Sensor | Side-mounted |
Connectivity | WLAN, Bluetooth, USB port |
present and running is price in Bangladesh
Official
8GB 128GB ৳19,999 / 8GB 256GB ৳22,999
এই ফোনটা নিয়ে কিছু প্রশ্ন উত্তর এবং মতামত
Here is the information organized into a column table for clarity:
Question | Answer |
---|---|
When will it be released? | It will launch in November 2024. |
What is the price of the Realme C75? | BDT. 19,999. |
How much RAM and ROM does it contain? | It has two variants: 8GB RAM with 128GB ROM and 8GB RAM with 256GB ROM. |
Which type of display panel is used? | It has a 6.72″ IPS LCD Display panel with a resolution of 1080 x 2400 pixels. |
How are the processor and chipset? | It is powered by the Mediatek Helio G92 Max chipset. |
What are the camera and video capabilities? | The rear has a dual-camera setup (50MP + unspecified), and the front has an 8MP selfie camera. Video recording capability is 1080p@30fps. |
Does it support a 5G network? | No, it supports a 4G network along with 2G and 3G. |
What is the battery capacity? | It has a 6000mAh Li-Polymer battery with 45W fast charging support. |
What sensors does this phone have? | Fingerprint (side-mounted), accelerometer, proximity, and compass sensors. |
Which country and company manufactured it? | Realme manufactured it, and it is made in China. |
Reason to Buy | Details |
---|---|
Premium features under budget | Best 4G smartphone under 25K Taka with solid specs. |
Gaming | Suitable for games like Free Fire and PUBG Mobile due to its 8GB RAM and MediaTek Helio G92 Max chipset. |
Battery Life | Huge 6000mAh battery with 45W fast charging for long-lasting usage. |
Camera Quality | Dual-camera setup with 50MP primary camera and 1080p video recording capability. |
4G Network Support | Good network capabilities with 2G/3G/4G support. |
Our Verdict | Summary |
---|---|
Performance | Ideal for gaming and multitasking with its MediaTek Helio G92 Max chipset and 8GB RAM. |
Battery and Charging | Long-lasting battery and fast charging make it a reliable choice for heavy users. |
Camera | Decent camera quality with 50MP primary sensor and 8MP selfie camera for capturing good photos and videos. |
Price-to-Performance | Excellent value for money as a 4G smartphone under 25K Taka. |
Final Recommendation | If you are looking for a budget-friendly 4G smartphone with good features, the Realme C75 is a great choice. |
এই ফোনটির কিছু ভালো দিক তুলে ধরা হলো
- দাম কম হওয়ায় ইউজাররা খুব স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবে
- ফোনটির ব্যাটারি এম্পিয়ার খুব ভালো হওয়ায় দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়
- ফোনটির বডিতে এলমনিয়াম ব্যবহার করা আইফোনটি দীর্ঘক্ষণ ব্যবহার করার ক্ষেত্রে হিট হয় না
- ফোনটিতে আট জিবি রেম ইন্সটল করায় সবকিছু অনেক স্মুথলি ব্যবহার করা যায়
ডিসক্লেইমার ফোনটি কেনার সময় অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং অন্যান্য ওয়েবসাইট থেকে দামটা দেখে শুনে কিনবেন| কারণ প্রডাক্ট এর দাম অনেক সময় কম বেশি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই জিনিস কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন|