Samsung Galaxy S25 Edge
হেডলাইনে টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা আপনাদের মাঝে আজকে কি ফোন নিয়ে আলোচনা করতে এসেছি | হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আপনাদের মাঝে Samsung Galaxy S25 Edge এই ফোনটি নিয়ে আলোচনা করব, আর আমাদের এই সম্পূর্ণ আলোচনা থেকে আপনারা Samsung Galaxy S25 Edge এই ফোনটির পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন, এই ফোনটার কোয়ালিফিকেশন কি? এই ফোনটা কোয়ালিটি কেমন? ক্যামেরার কোয়ালিফিকেশন কেমন দাম কত? বাংলাদেশে কোথায় পাওয়া যাবে? কবে পাওয়া যাবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা |

samsung galaxy s25 edge price in bangladesh
বর্তমানে বাংলাদেশের এই মার্কেটে ফোনটি এখনো লঞ্চ করেনি, তবে খুব শীঘ্রই এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দেখা যাবে, এবং এর দাম এখনও নির্ধারিত হয়নি বলে আমরা আপনাদের মাঝে জানাতে পারছি না, তবে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই ফোনটির দাম জানতে পারব, আর আমরা জানা মাত্রই আমাদের এই ওয়েবসাইটে ফোনটির দাম আপডেট করে দেব | তখন আপনারা এখান থেকে এই ফোনটির দাম দেখে নিতে পারবেন |
Network
samsung ফোনের অন্যান্য ফোন গুলোতে যেমন হাই স্পিড নেটওয়ার্ক সেটাপ দেওয়া হয়েছে, Samsung Galaxy S25 Edge এই ফোনটিতেও সেম একইভাবে টুজি ব্র্যান্ড 3g ব্র্যান্ড 4g ব্রান্ড এবং সুপারফাস্ট হাই কোয়ালিটি নেটওয়ার্ক ফাইভ জি ব্রান্ডের নেটওয়ার্ক সেটআপ দেওয়া হয়েছে | এই সব ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সেটআপ করার কারণে ইউসারেরা তারা তাদের ইচ্ছা মতন স্প্রিট ব্যবহার করতে পারবে এবং ফোনটি খুব স্মুথলি চালাতে পারবে |
Display
ডিসপ্লেতে বসানো হয়েছে হাই কোয়ালিটির OLED ডিসপ্লে এবং Samsung Galaxy S25 Edge এই ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৭ ইঞ্চি রেজুলেশন ১০৮০ ইনটু ২৪০০ পিক্সেল |
Platform
Samsung Galaxy S25 Edge এই ফোনটির প্ল্যাটফর্ম ও এস ভার্সন এন্ড্রয়েড ভার্সন ১৫ ইন্সটল করা হয়েছে এবং এই সিপিইউতে ব্যবহার করা হয়েছে Octa-core (2×4.32 GHz Oryon V2 Phoenix L + 6×3.53 GHz Oryon V2 Phoenix M) এবং জিবি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 830
Memory
মেমোরি হিসেবে ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে তিনটা ভেরিয়েন্টে যথাক্রমে ১২৮ জিবি ২৫৬ জিবি ৫১২gb |
দুইটা ভেরিয়ান্টের র্যাম বসানো হয়েছে ১২ জিবি যথাক্রমে ৮ জিবি এবং এই ফোন গুলো তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাবে ভেরিয়েন্টগুলো হল | ৮ জিবি সাথে থাকছে ১২৮ জিবি ৮ জিবি রেম সাথে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ 12gb রেম সাথে থাকছে ৫১২ জিবি স্টোরেজ|
তুলনামূলকভাবে এই ফোনগুলোতে যে পরিমাণ র্যাম এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে তা ইউজারদেরকে একদম আকর্ষণীয় ভাবে নজর কাটবে যে পরিমাণ স্টোরেজ ব্যবহার করা হয়েছে তা ইউজারদের হিউজ পরিমাণ ডাটা ফোনের মধ্যে রাখতে পারবে |
Main camera
মেইন ক্যামেরা অর্থাৎ ফোনের পিছনের ক্যামেরার কথা বলা হচ্ছে এই ক্যামেরা তে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং হাই কোয়ালিটি ফ্ল্যাশ লাইট এই ক্যামেরা দ্বারা এইটকে এবং ফোরকে রেজুলেশনের হাজার আশি পিক্স গেলে ছবি উঠানো যাবে এবং ভিডিও ধারণ করা যাবে |
Selfie camera
সেলফি ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা তে বসানো হয়েছে ট্রেন মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ক্যামেরা দ্বারা ৪কে রেজুলেশনের এক ১০৮০ পিক্সেলের ছবি এবং ভিডিও ধারণ করা যাবে |
Sound
সাউন্ড কোয়ালিটি অভাব নিয়ে এবং অতুলনীয় কেননা এই ফোনটির সাউন্ড সিস্টেমে ব্যবহার করা হয়েছে ৩.৫ এমএম জ্যাক |
এই ফোনটি মূলত একটি কালারের বেশি দেখা যাবে গ্রে কালার এবং এই ফোনের মডেল গুলো হল, SM-S937U, SM-S937U1, SM-S937B, SM-S937B/DS
Samsung Galaxy S25 Edge সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং হাইলাইট 2025
1 | Model Numbers | SM-S937U, SM-S937U1, SM-S937B, SM-S937B/DS |
2 | Dimensions | 159 x 76 x 6.4 mm |
3 | Display | 6.7-inch OLED panel, 1080 x 2400 pixels resolution |
4 | Processor | Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite (3 nm) |
5 | CPU | Octa-core (2×4.32 GHz Oryon V2 Phoenix L + 6×3.53 GHz Oryon V2 Phoenix M) |
6 | Operating System | Android 15 |
7 | Rear Cameras | – 200MP wide – 50MP telephoto – 50MP ultrawide |
8 | Front Camera | 10MP (inside notch) |
9 | Battery | Unknown capacity, fast charging supported |
10 | Network Support | 2G/3G/4G/5G |
Samsung Galaxy S25 Edge FAQ 2025
- When will it be released?
- Answer: It will launch in January 2025.
- What is the price?
- Answer: The price of the Samsung Galaxy S25 Edge is coming soon.
- How much RAM and ROM does it contain?
- Answer: It has 8GB or 12GB of RAM and three storage variants: 128GB, 256GB, and 512GB.
- Which type of display panel is used?
- Answer: It has a 6.7″ OLED Display panel with 1080 x 2400 pixels resolution
- How are the processor and chipset?
- Answer: It contains a Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite (3 nm).
- What are the camera and video capabilities?
- Answer: Rear: 200MP + 50MP + 50MP; Front: 10MP. Video: 8K@30fps, 4K@30/60/120fps, 1080p@30/60/120/240fps, 720p@960fps.
ডিসক্লেইমার ফোনটি কেনার সময় অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং অন্যান্য ওয়েবসাইট থেকে দামটা দেখে শুনে কিনবেন| কারণ প্রডাক্ট এর দাম অনেক সময় কম বেশি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই জিনিস কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন|